রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৫ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটির কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক এসব কর্মসূচির আয়োজন করা হয়।
তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী কর্তৃক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন এসব কর্মসূচিতে সভাপতিত্বে করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাওসার আহমেদের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বার্নাবাস হাসদাক, তানোর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর কর্মকর্তা মো. মিজানুর রহমান ও তানোর উপজেলার স্কাউটস এর সম্পাদক মো. আব্দুল বারী আলোচনা করেন।
ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন সবার সচেতনতা, প্রশিক্ষণ ও সম্মিলিত অংশগ্রহণ। দিবসটির কর্মসূচিতে উপজেলার স্কাউটস ও ফায়ার সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন। রা/অ