রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫১ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
তানোরে হত্যা চেষ্টার অভিযোগ, চাপা দিয়ে গ্রামে বসে আপোষ

তানোরে হত্যা চেষ্টার অভিযোগ, চাপা দিয়ে গ্রামে বসে আপোষ

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে আলোচিত মোস্তফা কামাল ওরফে ডাম্ফুর বিরুদ্ধে এবার হত্যা চেষ্টার ঘটনা গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপোষ করা হয়েছে। এঘটনায় দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বাদি হয়ে মোস্তফা কামাল ওরফে ডাম্ফুকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এখবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে উঠেছে ডাম্ফুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি। একের পর এক নানা ঘটনার জন্মদিয়েও ডাম্ফু ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, হত্যা বা হত্যা চেষ্টার অভিযোগ আপোষযোগ্য অপরাধ নয়। কিন্তু প্রভাবশালী ডাম্ফু নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাপ দিয়ে আপোষ করাতে বাধ্য করেছেন। তিনি বলেন, যদি গ্রামেই আপোষ করবো তাহলে থানায় অভিযোগ দিলাম কেন?

অভিযোগে প্রকাশ, উপজেলার দুবইল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। বিদ্যালয়ের পাশে রয়েছে ডাম্ফুর আখক্ষেত। গত ৬ অক্টোবর শুক্রবার চারতলা ভবনের ছাদ ঢালায় হবার কথা। এজন্য ভবনে বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য সুমন আলীকে (৩৮) টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব দেয়া হয়। ডাম্ফু তার জমির আখ চুরি করে খাবার অভিযোগ এনে টেকনিশিয়ান সুমনকে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি ও এলোপাতাড়ি মারপিট করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ডাম্ফু ও জানিফ টেকনিশিয়ান সুমন আলীকে ফিল্মি-স্টাইলে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ১২ হাজার টাকাসহ সুমনের মানি ব্যাগ ছিনতাই ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ভাঙচুর করেছে। এখবর পেয়ে স্কুলের শিক্ষকেরা মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার ও উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সহকারী শিক্ষক বলেন, ডাম্ফু গোপণে কমদামে স্কুলের রড ও সিমেন্ট নিতে চাই। কিন্তু টেকনিশিয়ান সুমন গোপণে রড-সিমেন্ট বিক্রি করতে অসম্মতি জানান। এতে ডাম্ফু ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নিতে চাই। মুলত এ ঘটনায় প্রতিশোধ নিতেই আখ চুরির কথিত অভিযোগে সুমনকে হাতুড়ি পেটা করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২৮ আগস্ট সোমবার দুবইল গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র মোস্তফা কামাল ওরফে ডাম্ফু কবরস্থানে বনবিভাগের রোপিত বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি তাজা গাছ কেটে আত্মসাৎ করেছেন। তারা বলেন, এরআগেও এক পান ব্যবসায়ী হত্যা মামলায় ডাম্ফুকে প্রধান আসামি করা হয়েছিল। এছাড়াও তার চারটি অবৈধ সেচ মটরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এমনকি তানোর পালপাড়ায় তাকে নিয়ে একটা বিলাসী মুখরুচোক গুঞ্জন রয়েছে। তারা আরো বলেন, ডাম্ফুর দৌরাত্ম্যে পুরো গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এই ডাম্ফু এরআগেও এক পান ব্যবসায়ীকে হত্যা করে বিপুল অর্থের বিনিময়ে রফাদফা করে রক্ষা পান।

এসব বিষয়ে জানতে চাইলে মোস্তফা কামাল ডাম্ফু সব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কেউ তার সামনে এসে কোনো অভিযোগ করতে পারবে না। তিনি বলেন, আখ চুরির ঘটনায় টেকনিশিয়ান সুমন আলীকে অল্প মারপিট করা হয়েছে। সেটা নিয়ে ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গ্রামে বসে মিমাংসা করা হয়ছ।

এবিষয়ে দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ডাম্ফু বিভিন্ন নেতাদের মারফতে আপোষ মিমাংসার জন্য চাপ দিতে থাকেন। ফলে বাধ্য হয়ে তার সঙ্গে মিমাংসা করা হয়েছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.