রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৯ pm
বিশ্বজিত চৌধুরী, তানোর :
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে আগামী ২০ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এউপলক্ষে ৭ অক্টোবর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তানোরে বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে খোঁজখবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ইউএনও।
এসময় আগামী সোমবার উপজেলা পরিষদে পুরো উপজেলার ৫৯টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সহযোগীতা ও সতর্ক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানান দেন তিনি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর সদরে অবস্থিত গোল্লাপাড়া মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক সনজিত কুমার, আকচা হিন্দুপাড়া মন্দির কমিটির সভাপতি বিশ্বজিত চৌধুরী, বুরুজ মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল কর্মকার ও রাতৈল মন্দির কমিটির সভাপতি মুকুল ঘোষ প্রমুখ।
এব্যাপারে তানোর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, পুরো উপজেলার সব পূজামন্ডপে যেন সুষ্ঠভাবে দূর্গাপূজা উদযাপন করা হয়। কোন সাম্প্রদায়িক বাধাঁ যেন না আসে। এজন্য বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দকে সতর্ক করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। এছাড়াও মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক উসকানি যেন না ঘটে এজন্য সহযোগীতা ও সতর্ক বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেয়া হয় জানান ইউএনও। রা/অ