শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৭ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে এক ইউপি চেয়ারম্যানের শালিস বৈঠকে পেশিশক্তি বলে সচেতন নামক এনজিও কর্মীর টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আব্দুল মান্নান (২৮) বাদী হয়ে ৪ জন নামধারী ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে আজ (২৭ মার্চ) শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কলমা বাজার চত্বরে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির কলমা বড় ভুতপুর গ্রামের আজিবুরের বাড়িতে গরু বিক্রির ৩৮ হাজার টাকা চুরি হয়। এসময় একই গ্রামের এমদাদুল হককে (৩৫) প্রতিবেশিরা হাতে নাতে ধরে ফেলেন। পরে এমদাদুলের লোকজন পেশিশক্তির বলে তাকে ছিনিয়ে নেয়। পারদিন ৫ মার্চ সকালে থানায় অভিযোগ দেয়া হয়। ওই ঘটনা নিয়ে সম্প্রতি ২৮ মার্চ বিকেলে কলমা বাজার চত্বরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আহসানুল হক স্বপনের নেতৃত্বে শালিস বৈঠক বসে।
বৈঠকে টাকা চুরির দায় শিকার করে এমদাদুল হক। কিন্তু তা মানতে নারাজ এমদাদুলের ভাই আব্দুল হান্নান (৩০)। এনিয়ে উত্তেজনা শুরু হয়। বৈঠকে উপস্থিত প্রতিবেশি সচেতন এনজিও কর্মী রুবেল রানা উত্তেজনা থামাতে ভূমিকা নেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় এমদাদুল, হান্নান, এন্তাজ ও আফজাল ছাড়াও অজ্ঞাত বেশ কয়েকজন। এসময় এনজিও কর্মী রুবেল রানার ৩৮ হাজার ৩৯০ টাকা কেড়ে নেয়া হয়।
অভিযোগের বাদী আব্দুল মান্নান জানান, আমার গরু বিক্রির ৩৮ হাজার টাকা আজিবুর রহমানের নিকট জমা রাখা হয়। আজিবুর ওই টাকা তার বাড়িতে বাক্সে রাখে। এসময় প্রতিবেশি এমদাদুল হক টেড় পেয়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই টাকা চুরি করে পালিয়ে যাবার সময় আজিবুরের ছেলে ধরে ফেলে।
এনিয়ে অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, শত্রুতার জের ধরে আমার ভাইয়ের বিরুদ্ধে টাকা চুরির মিথ্যা অভিযোগ করা হয়। তবে, আপনার ভাই চুরির দায় স্বিকার করেছে এমন প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে গেছেন। কিন্তু বিষয়টি ব্যাপারে কলমা ইউপি চেয়ারম্যান আহসানুল হক স্বপনের মোবাইলে একাধিবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এমন বিষয়ে শুনেছি। অভিযোগ হয়ে তাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর