শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩২ am
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের চাকরির বাজারে জন্য উপযুক্ত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। গত শুক্রবার বিকেলে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এই সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের চাকরির বাজারে উপযুক্ত করতে বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং, জব পেয়ার মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার। এই সেন্টারের সার্বিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসনে তত্ত্বাবধানে পরিচালনা করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্য অধ্যাপক মো. শহীদুল্লাহ্ প্রমুখ।
রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের তানোর