বুধবা, ০৪ িসেম্র ২০২৪, সময় : ০১:১২ am

সংবাদ শিরোনাম ::
জাতীয় সাংবাদিক সংস্থা’র তানোরে নতুন কমিটি গঠন ও অফিস উদ্বোধন তানোরে আলুখেতে সেচ প্রদানে বাধা বিপাকে চাষি ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ আট দফা দাবিতে রাজশাহীর ডিসিকে ক্যাবের স্মারকলিপি পতাকায় আগুন দিয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সব আসামি খালাস মোহনপুরে বিএনপির আনন্দ মিছিল নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার মাদক বাণিজ্যে কোটিপতি আর সেবনে সংসারছাড়া মানুষ সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই নগরীতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড লাতিন আমেরিকান ক্লাব বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত নজরদারি আর গ্রেফতার আতঙ্কে ভুগছে বিপুলসংখ্যক পুলিশ শীতের তীব্রতায় দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে তানোরে একদিকে ধান মাড়াই অপরদিকে আলু রোপনে ব্যস্ত কৃষক-কৃষাণীরা দেশেই কম খরচে বাস তৈরি করবে বিআরটিসি হেমন্তের সোনালি ধানের ভাপা পিঠায় শীতের আগমনী বার্তা
শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছাতে আসাদের মোটরসাইকেল শোভাযাত্রা

শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছাতে আসাদের মোটরসাইকেল শোভাযাত্রা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষে রাজশাহীর পবায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময় পথসভায় আসাদ বলেন, দেশের প্রতিটি প্রান্তে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান।

দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ এই উন্নয়নের সুবিধা ভোগ করছে। অথচ একটি মহল সুবিধা ভোগ করার পরও উন্নয়ন মানতে চাননা। তারা সমালোচনায় ব্যস্ত। মিথ্যাচারে ব্যস্ত। এই মিথ্যাচারের জবাব দিতে হবে। প্রকৃত উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। এই দায়িত্ব প্রতিটি আওয়ামীলীগ কর্মীর।

শনিবার বিকেলে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। বিপুল সংখ্যক মোটরসাইকেল ও খোলা ট্রাক এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র প্রচার করা হয়। প্রতিটি ট্রাকের সামনে ব্যানারে লিখা ছিলো- ‘রাজনৈতিক দার্শনিক, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার দীপ্ত শপথে-মটরসাইকেল শোভাযাত্রা। আয়োজনে: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শোভাযাত্রা শুরু হয়ে দামকুড়া, শিতলাই, নওহাটা, পারিলা, হাট গোদাগাড়ী, নওহাটাসহ পবা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে খড়খড়িতে গিয়ে শেষ হয়। পবা এলাকায় সাম্প্রতিক সময়ে সবথেকে বড় এই শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের শুভেচ্ছা জানান গ্রামের রাস্তার পাশে দাঁড়ানো শতশত সাধারণ মানুষ। দীর্ঘ এই শোভাযাত্রাটি খড়খড়িতে পৌঁছলে আসাদুজ্জামান আসাদ ট্রাকের উপরে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। এসময় আসাদ বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। এই নৌকা যাতে আবানো বিজয় লাভ করতে পারে সেজন্য আুন্নয়নের তথ্য প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়া আবাদের কর্তব্য। জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কর্মীর দায়িত্ব হলো দুর্দন্ত গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের খবর মানুষকে জানানো । এর মাধ্যমেই সম্ভব অপপ্রচারের জবাব দেয়া। মিথ্যাচারের জবাব দেয়া।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, সদস্য শরিফুল ইসলাম, পবা উপজেলার আওয়ামী লীগের নেতা বাদল হোসেন, হুজরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা আলী, মানিক হোসেন, মোহনপুর উপজেলার আওয়ামী লীগ নেতা এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান রাসেল, আফজাল হোসেন বকুল, হোসেন আলী প্রমুখ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.