শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৯ pm
ক্রীড়া ডেস্ক :
ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্যের কারণে খেলোয়াড়রা বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছেন বলে মন্তব্য করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
উপজেলার মধ্যপাড়া ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবগুলোর মধ্যে তার উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকালে ওই ইউনিয়নের মালপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
সালমা ইসলাম বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করে আসছি। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবগুলোর মধ্যে এ ক্রীড়াসামগ্রী বিতরণ করা হচ্ছে আজ। ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছেন খেলোয়াড়েরা। আমি আশা করব এখান থেকেও অনেক ভালো খেলোয়াড় তৈরি হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সমাজসেবক মাসুদ করিম (পাপ্পু), জাতীয় দলের সাবেক ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম সুমন, মো. হুমায়ুন কবির, মো. আবু বকর খান, হারুণ অর রশিদ সুমন প্রমুখ।
এ সময় মধ্যপাড়ার নয়টি ওয়ার্ড এবং সিরাজদিখানের ১৪টি ইউনিয়ন ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলার মোট ৩০টি প্রতিষ্ঠানকে ফুটবল, ভলিবল, উন্নতমানের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। রা/অ