মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:৫৫ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলায় বাবাকে হত্যা মামলার আসামি মুরদের (৩৫) তিন বছর জেলে থাকার পর বের হয়েই শিলা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে হত্যার করেছে তার স্বামী। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।
শিলা খাতুন ওই এলাকার মুরদের স্ত্রী। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকবছর আগে স্ত্রী শিলাকে নিয়ে তার বাবার সঙ্গে ঝগড়া হয় মুরাদের। তখন মুরাদ তার বাবাকে হত্যা করেন। পরে বাবা হত্যা মামলায় তিনি তিন বছর জেলে ছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেন। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে তিনি তার স্ত্রীর গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করেন।
ওসি আরও বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে মুরদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রা/অ