মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:০৭ pm
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা গ্রামের বাসিন্দা। গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বৃদ্ধ তসলিম উদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।