বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৫:২৩ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউপির গোলাবাড়ি গ্রামের সালাম ও তার স্ত্রী রোশনারা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে আব্দুস সালাম (৬০) মোটরসাইকেলে করে তার শ্বশুর বাড়ি গোমস্তাপুর উপজেলার লেবু ডাঙ্গা থেকে নিজ বাড়ি গোলাবাড়ি আসার পথে দামকুড়া নামক মোড়ে একটি ভুটভুটির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এতে তার স্ত্রী রোশনারা বেগম (৫০) গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন। নিহত আবদুস সালাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (অবসরপ্রাপ্ত) অফিস সহায়ক ছিলেন। তাঁরা গোলাবাড়ি গ্রামে অবস্থিত অঙ্গনা স্কুলের পরিচালক ওমর ফারুকের নিজ মামা-মামানী ও শ্বশুর-শাশুড়ি। আজকের তানোর