রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫২ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ছাত্রলীগ হবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন : এমপি এনামুল

ছাত্রলীগ হবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন : এমপি এনামুল

আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ছাত্রলীগ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শের সংগঠন। বিভিন্ন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব প্রদান করবে ছাত্রলীগ। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম। ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। জাতির পিতার নেতৃত্বকে অনুসরণ করতে হবে। সুষ্ঠু সুন্দর রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে ছাত্রলীগ।

বাগমারা উপজেলা ছাত্রলীগের কর্মীসভা প্রমান করে ছাত্রলীগ সুসংগঠিত। এই কর্মীসভা থেকে শপথ নিতে হবে স্বাধীনতার পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী না করে ঘরে ফিরবো না। নৌকার বিজয়ে ছাত্রলীগকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আওয়ামী লীগের মতো ছাত্রলীগও ভোটের মাঠে কাজ করবে। যদিও দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না হওয়ায় ধীরগতি আসেছে নেতৃত্বে। ছাত্রলীগের সেই নেতৃত্বকে আরো গঠনমূলক করতে আজ থেকে আরো ভালো ভাবে কাজ করতে হবে। শনিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের বিশাল কর্মীসভা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। রক্তাক্ত বাগমারা হয়েছে শান্তির জনপদ। দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ যাত্রা শুরু করেছে। আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। দেশের প্রতিটি স্থানে পৌঁছে গেছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। এই উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারাই ষড়যন্ত্র করুক কোন লাভ নেই। মানুষ আর সংঘাত চাই না। দেশের জনগণ নৌকার পক্ষে আছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যব্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে শাহরিয়ার হোসেন তন্ময়, শাহাদাৎ হোসেন শুভ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-দপ্তর আব্দুল জলিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম প্রামানিক, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, রেজাউল হক, লুৎফর রহমান, সদস্য হাচেন আলী, হাবিবুর রহমান মটর, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা সোহাগ, নাইমুল, সাব্বির হোসেন, আকরাম হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স থেকে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ মেয়াদী উন্নয়ন নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে গিয়ে শেষ হয়। কর্মীসভা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.