রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৩ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে আজ (১৭ সেপ্টেম্বর) রোববার সকাল হতে তানোর উপজেলায় ৩ দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদিক্ষণ করতে উপজেলা পরিষদে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে শেষ হয়েছে। র্যালি শেষে উপজেলায় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকোশলী সাইদুর রহমানসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। এছাড়াও তানোর ও মুন্ডুমালা পৌরসভার প্রতিনিধিগণ আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের প্রত্যাশা অনুসারে সেবা প্রদানের জন্য চেষ্টা করতে হবে। সরকারের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদে এবং পৌরসভাকে মানুষের উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
তিনি জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের ও পৌরসভার কর্মচারীদের সাধারণ মানুষের সাথে যথাযথ সম্মান প্রদর্শন এবং ভালো ব্যবহার করার জন্য অনুরোধ জানান। আগামী ১৯ সেপ্টেম্বর মেলা শেষ হবে। মেলায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার জনপ্রতিনিধিগণ ও কর্মচারীগণ ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশগ্রহণ করে। রা/অ