সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৭ am
ডেস্ক রির্পোট :
বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, দুর্নীতি যাতে কমানো যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। গতকাল সুপ্রিম কোর্টে তাঁর কার্যালয়ে সাংবাদিকরা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
এর আগে গত মঙ্গলবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপন অনুযায়ী, শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন। ২৬ সেপ্টেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মামলাজট পুরনো ব্যাধি। শপথ নেওয়ার পর চেষ্টা করব সবার সঙ্গে কথা বলে বিচার বিভাগকে গতিশীল করতে। সব বিচারকের প্রতি আহ্বান থাকবে, বিচার বিভাগের কাজকে নিজের কাজ মনে করবেন। মামলাজট কমানোই বড় চ্যালেঞ্জ। সামাজিক পরিবর্তন না এলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না। বিচার বিভাগের ওপর আস্থার ঘাটতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আস্থার ঘাটতি সর্বত্রই। বিচার বিভাগের প্রতি আস্থার ঘাটতি নেই, তা বলব না।
তবে তা শুধু বিচারকদের কারণে নয়, আইনজীবীসহ এই বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি ধীরে ধীরে কাজ করার মাধ্যমে দূর হবে। বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহার হচ্ছে আমি এটি মনে করি না। রাজনীতিবিদদের বলব, রাজনীতি করুন, তবে বিচার অঙ্গনে সহনশীলতার পরিচয় দিন। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন