শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪২ pm
নাটোর প্রতিনিধি :
নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে। শুক্রবার প্রত্যুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়। পরে শহরের স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। সেখানে এক মিনিট নিরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান, জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌরমেয়র উমা চৌধুরী জলিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে, বাগাতিপাড়া স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নাটোর-০১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করে স্বাধীনতার স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে নাটোরের গুরুদাসপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে ৫০বার তোপধ্বনির পর স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে কেন্দ্রিয় স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর মোড়লে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।
পরে একে একে বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, গুরুদাসপুর থানা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,ব্যাংক, বীমা ও নানা সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আজকের তানোর