রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৯ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার সদস্য ও রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মাল্টিপার্ট এডভোকেসি ফোরামের সহকারী সাংগঠনিক সম্পাদক রোখসানা মেহবুব চপলা উদ্যোগে স্থানীয় সমস্যা নিরসন এবং সম্ভাব্য সমাধানের নিমিত্তে মোহনপুর উপজেলায় একটি গোল টেবিল সংলাপের অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংলাপে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় যেমন- অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, নারী নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়ন, বিদ্যুত ও পানি ইত্যাদির উপর বিস্তারিত আলোকপাত করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় মোহনপুর উপজেলা বিআরডিবির সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি, দলীয় সমর্থক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের প্রতিনিধিসহ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ৫০ জন নারী-পুরুষ অংশ গ্রগণ করেন। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। আলোচ্য সংলাপে বক্তারা বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এদেশে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সমাজের যুবকদের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করেন।
বক্তারা আরও বলেন, সকল নারীকে সমাজের অর্থনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি নারীরা যেন প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায় সেটা নিশ্চিত করতে হবে। এতে করে নারী উদ্যোক্তা তৈরি হবে এবং পারিবারিক, সামাজিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশরহাট ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: আশরাফুল ইসলাম, মোহনপুর, মেহেবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: মাহাবুবুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি
মো: জমসেদ আলী, সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন, পবা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সাবেক সহ-সভাপতি মোসা: সুফিয়া খাতুন, মোহনপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বিন বিল্লাহ।
অনুষ্ঠানে রোখসানা মেহবুব চপলা বলেন, জনগণের সাবিক উন্নয়নে কৃষিখাত, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা, নারী ও শিশু স্বাস্থ্য, যুব সমাজের অবক্ষয় রোধে কর্মমুখী প্রশিক্ষণ প্রদান এবং মাদকের নিয়ন্ত্রণ ইত্যাদি বাস্তবায়নে সর্বাত্বক চেষ্টা করবেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট মো: রায়হান আলী ও ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক। রা/অ