রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৫ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় ব্যাংকের লোক পরিচয় দিয়ে এক মহিলার টাকা ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আটকরা হলো- নওগাঁ জেলার মান্দা উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামের ময়েজ উদ্দিন শাহর ছেলে হাফিজুর রহমান (৩৫), একই গ্রামের নুরু উদ্দিনের ছেলে রেজাউল হক হারুন (৪০) ও আব্দুস সালামের ছেলে জাবেদ আলী (৩৫)।
জানা গেছে, বাগমারার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের রায়হান দেওয়ানের স্ত্রী ফিরোজা বেগম সোমবার বিকেলে গ্রামীণ ব্যাংক হাটরা শাখা থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় কানাইশহর মোড়ে পৌঁছার পর তিনটি মোটর সাইকেলযোগে ৪ জন লোক এসে ভ্যান থামিয়ে তারা নিজেদের ওই ব্যাংকের লোক বলে পরিচয় দিয়ে ভুল করে বেশি টাকা দেওয়া হয়েছে বলে ফিরোজার কাছে টাকা দেখতে চান।
ফিরোজা তাদের টাকা দেখাতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ফিরোজা বেগম ও ভ্যান চালককে মারধর করে ফিরোজার কাছে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন দুইটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী হাফিজুর রহমান, রেজাউল হক হারুন ও জাবেদ আলীকে হাতনাতে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। পরে জনতার হাতে আটক তিন ছিনতাইকারীকে সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রে পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। রা/অ