শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩৪ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় রাস্তার পাশের গাছ কেটে রাস্তা বেরিগেড দিয়ে যানবাহন চালকদের দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে আরএমপি পবা থানার বায়া-তানোর রোডের তেঘর এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় এক মোটরসাইকেল আরোহী পালানোর সময় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তার হাত রক্তাক্ত জখম হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঘটনার শিকার প্রত্যক্ষদর্শী মাহিন্দ্রা চালক আল-আমিন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে তানোর থেকে রাজশাহী যাওয়ার পথে তেঘর কালিতলায় পৌছালে রাস্তার উপর ২টি গাছ পড়ে থাকতে দেখে। এ সময় রাজশাহী থেকে একটি রাসায়নিক সার বোঝাই ট্রাক ও একটি মোটর সাইকেল ২টি ভ্যান ও একটি সাইকেল এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দেশীয় ধারালো রামদা নিয়ে ৪ জন মুখোশধারী ছিনতাইকারী তাদের উপর আক্রোমন করে এবং নগদ অর্থ কেড়ে নেয়।
মোটর সাইকেল আরোহী কৌশলে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সে সময় ভূক্তভোগী মাহিন্দ্রা চালক কৌশলে তার গাড়ী ঘুরিয়ে পালিয়ে যায় এবং বাগধানীর মোড়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সাহায্যে চায়। কিছুক্ষন পর ঘটনা স্থলে পবা পুলিশের টহল দল উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ভুক্তোভোগীদের উদ্ধার করে।
এ ব্যাপারে আরএমপি পবা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ গোলাম মোস্তফার নিকট বিষয়টি জানতে চাইলে ছিনতাইএর ঘটনাটি তিনি এড়িয়ে গিয়ে বলেন, কে বা কারা রাস্তায় গাছ কেটে ফেলে রাখলে পবা পুলিশের টহল দল গাছগুলো রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচলের ব্যাবস্থা করে দেয়। তবে ছিনতাই এর বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। আজকের তানোর