শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২২ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। দেশে বর্তমানে সাক্ষরতার হার প্রায় ৭৭%।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিল্ল্ুর রহমান প্রমুখ।
ইউএনও বিল্লাহ হোসেন বলেন, উন্নত ও সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে মূল্যবোধসম্পন্ন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রা/অ