মঙ্গবার, ২৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ১২:২৯ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ
চোর সিন্ডিকেটে অসহায় পুলিশ, মুন্ডুমালায় ফের মটরসাইকেল চুরি

চোর সিন্ডিকেটে অসহায় পুলিশ, মুন্ডুমালায় ফের মটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজার হতে একের পর এক মটরসাইকেল চুরির ঘটনা ঘটেই চলছে। এখানে আগস্ট মাসেই অতন্ত ৫টি মটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ চোর সিন্ডিকেট এখনও সনাক্ত করতে পারেনি। সম্প্রতি আগস্ট মাসের ২৫ তারিখে সর্বশেষ মটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর রেশ কাটটে না কাটটেই ১২ দিনের ব্যবধানে ফের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুন্ডুমালা সরকারি হাইস্কুল মাঠে দুপুর আড়াইটার দিকে প্র্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিনের জানাযা নামাজের সময় মুসল্লিরা যখন নামাজ আদায় শুরু করেন। এহেন সময় পালসার-১৫০ সিসির রাজ: ল-১২-৭৮৩৪ নম্বরের মটরসাইকেলটি নিয়ে সটকে পড়ে চোর সিন্ডিকেটের সদস্যরা।

জানাযা শেষে মটরসাইকেলের মালিক রুবেল তার মটরসাইকেটি না পেয়ে বৃহস্পতিবার বিকালে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। রুবেল জানান, তার মটরসাইকেলটি রেখে জানাযার নামাজে দাঁড়াইছেন মাত্র এক থেকে দুই মিনিটের নামাজ শেষ হয়েছে। এ টুকু সময়ের ব্যবধানের তার মটরসাইকেটি চুরি হয়ে যাই।

জানাযাই শরিক হওয়া একাধিক ব্যক্তি জানান, জানাযার প্রথম তোকবিরের সময় বিকট শব্দে মটরসাইকেটি চালিয়ে যায় চোরের দল। কিন্তু লাইনে দাড়ানো অবস্থায় কেউ পিছনে তাকাতে পারেনি। জানাযা নামাজ শেষে দেখেন রুবেল নামের ওই ব্যক্তির মটরসাইকেল চুরি হয়ে গেছে।

মুন্ডুমালা বাজার হতে একের পর এক মোটসাইকেল চুরি ঘটনায় মটরবাইক মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার ও চোর সিন্ডিকেট সনাক্ত না হওয়া পুলিশের ভুমিকা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরেই শুধু মুন্ডুমালা বাজার হতে কম পক্ষে ২০টির বেশি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এব্যাপারে তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর (আইসি) মনিরুল ইসলাম বলেন, রুবেল নামের একব্যক্তি বৃহস্পতিবার বিকেলে তার মটরসাইলেক চুরির একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় মটসাইকেল চুরির ম্যাসেজ দিয়েছি।

আইসি মনিরুল ইসলাম আরও বলেন, চোর সিন্ডিকেটের এক সদস্যকে আজ মুন্ডুমালা বাজারে একাধিক ব্যক্তি দেখেছেন বলে আমাদের কাছে খবর আছে। তাকে অনেকে চিনতে পারবে বলেও জানান। তাই আমরা চেষ্টা করছি অল্প সময়ে চোর সিন্ডিকেটের সদস্য ধরা পড়বে বলে জানান তিনি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.