শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪০ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
সনাতন ধর্মের অন্যতম যুগাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকেই নাচোল কেন্দ্রীয় পূজামণ্ডপে ভক্তদের ঢল নেমেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সী ভক্তবৃন্দ যেন কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে এসেছিলেন জন্মাষ্টমী উৎসবের মহা শোভাযাত্রায়।
সব বয়সের মানুষের সরব অংশগ্রহণে এক নবরূপ ধারণ করে শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী উৎসবের মাঙ্গলিক মহাশোভাযাত্রা। ব্যানার-ফেস্টুন আর বাদ্যেযন্ত্রের তালে তালে নেচে গেয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। প্রতি বছরের মতো এবারও শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নাচোল কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির আয়োজন জন্মাষ্টমীর বর্ণিল মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত শোভাযাত্রাটি হাজারো ভক্তের অংশগ্রহণে পরিণত হয় মিলন মেলায়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাচোল কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে নাচোল কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নাচোল কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি সহাদেব মাহাতো।
উদযাপন সভাটি সঞ্চালনা করেন নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার ভট্টাচার্য। রা/অ