রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৫ pm
মামুনুর রশিদ মামুন :
রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি পদে মনোনীত করা হয় আসলাম উদ্দিনকে। তিনি আকচা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আর সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয় হাট ব্যবসায়ী আবুল বাসার সুজনকে।
শুক্রবার সকাল ১০টায় তানোর পৌর এলাকার চাপড়া ফুটবল মাঠে সম্মেলন উদ্ধোধন করেন তানোর উপজেলা আ.লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। এই সম্মেলনে প্রথম অধিবেশনে তানোর পৌর আওয়ামী লীগ সহসভাপতি আসলাম উদ্দিন সভাপতিত্ব করেন। এসময় কৃষকলীগ নেতা কাউন্সিলর আরব আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা মহিলা লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষকলীগ সভাপতি রাম কমল সাহা, কৃষকলীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন আমিন ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু।
এছাড়াও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সভাপতি আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগ সম্পাদক আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউপি দক্ষিণ শাখার আ.লীগ সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, কামারগাঁ উত্তর শাখার আ.লীগ সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সম্পাদক নির্মল সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম ও সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।
এছাড়া একই মঞ্চে পৌর কৃষক লীগের সভাপতি করা হয় বিশ্বজিৎ চৌধুরী এবং সাধারণ সম্পাদক করা হয় হাফিজুর রহমানকে।
অপরদিকে, বিকালে চাঁন্দুড়িয়া স্কুল মাঠে চাঁন্দুড়িয়া ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চাঁন্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমার সভাপতি ও রাশেদ খান মেনন পাপুলকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমপি ওমর ফারুক চৌধুরী।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রা/অ