সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৫ am
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে হেরোইন ও ইয়াবাসহ ঠাকুরপুকুর মহল্লার সেই আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আকরাম আলীকে (৪৬) গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। তবে, তার স্ত্রী মাদকের কয়েকটি প্যাকেট নিয়ে কৌশলে পালিয়েছে। বৃহস্প্রতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আকরামের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ১৬ গ্রাম হেরোইন ও ৬৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে দুইজন সেবনকারীকেও রাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই দু’জনকে থানা পুলিশ তানোর সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের ভ্রাম্যমান বিজ্ঞ আদালতে হাজির করেন। বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃত ওই দু’জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডের আদেশ দেন। ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন, তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লার আব্দুর রহমানের পুত্র আব্দুর রহমত আলী (৪২) ও আমশো মহল্লার মৃত সৈয়দ আলীর পুত্র ফজলু (৪০)।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত আকরাম আলী তানোর থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। এরআগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। তারপরও গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো আকরাম। এমন খবর পেয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টায় ছিল পুলিশ।
এঅবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়। রা/অ