রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৮ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাই নবাবগঞ্জের নাচোলে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পৌর মেয়রের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও উপপরিচালক দেবেন্দ্র নাথ ওঁরাও।
নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে ও নাচোল পৌরসভার সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সবুজ হাসান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, নারী ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নী, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসাদুজ্জামান বিপ্লব।
মতবিনিময় সভায় বক্তৃতাকালে উপসচিব ও উপপরিচালক দেবদ্র নাথ ওঁরাও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহ যখন হয়, তখন তা একটি পরিবার থেকেই হয়। তাই বাল্যবিবাহ নিজেদের পরিবারেই প্রথম রোধ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল প্রকার সামাজিক বাধাসমূহ রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করলে দেখা যায়, বারো বছরের একটা মেয়ে সন্তান নেওয়ার শারীরিক অবস্থায় থাকেন না। শারীরিক জটিলতায় ভুগতে হয়। আজ এখানে আমরা যারা আছি, সবাই এই শিক্ষা নিই, আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেব না এবং আমাদের প্রতিবেশি ও আত্মীয়-স্বজনদেরকে এই বিষয়ে বুঝাব।
তিনি বলেন, ইভটিজিংও ঘর থেকেই শুরু হয়। এর কারণ হলো, একজন নারীকে যখন অল্প বয়সে বিয়ে দেওয়া হয় তখন সে ফ্যামিলির সব বিষয় একা নিয়ন্ত্রণ করতে পারে না। স্বামীর নির্যাতনের শিকার হয়। পরিবারের বাচ্চারা তা দেখে দেখে শিখে। তখন ছেলে সন্তানেরা মনে করে এভাবে বউকে নির্যাতন করতে হয়। মেয়েরা মনে করে বিয়ের পরে তাদের হয়তো এভাবেই নির্যাতন সহ্য করতে হয়। তখন দায়ভার আমাদের সবার ওপরই পড়ে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি পরিবারেই ছেলে-মেয়েদেরকে শিক্ষা দিতে হবে কিভাবে নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। কিভাবে নারীর সঙ্গে আচরণ করতে হয়।
এছাড়াও ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে যেতে চাই। সরকার সে লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদেরকেও বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। এসময় তিনি এলাকার মসজিদের ইমামগণকে বাল্যবিবাহ রোধ করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের জিলানী, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক, কবি, লেখক ও কলামিস্ট আলাউদ্দিন আহমেদ বটু , নাচোল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব।
মতবিনিময় সভায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের ৯৯৯ কল সেন্টার সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীর সম্মান, অধিকার নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ পর্যায় থেকে কাজ করতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করতে হবে।
এছাড়াও উপস্থিত বক্তারা আরো বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতার বিকল্প নেই। নারীর নীরবতার সুযোগ নিয়েই নির্যাতনের পরিধি বাড়ছে সমাজজুড়ে। নারী-পুরুষ নির্বিশেষে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে কর্মক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিবাদের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানান উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাচোল পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন, নাচোল ডায়াবেটিক সমিতি ও নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। নাচোল পৌর কাউন্সিলরগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রা/অ