রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৪ am
মো. আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় উপজেলা পূজা উদযাপন পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিকের পরিচালনায় বক্তব্য দেন- বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অম্বর কুমার সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক হীরেন চন্দ্র উকিল, সাবেক ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকার, সত্যজিত রায় তোতা, গোয়ালকান্দি ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের সভাপতি পরিমল চন্দ্র সরকার ও দ্বীপপুর ইউপি’র চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিক প্রমূখ।
সম্মেলনে দুটি কমিটির মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রদীপ কুমার সিংহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে শীতেন্দ্রনাথ প্রামানিক। এছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে- বিশ^নাথ প্রামানিক, সত্যজিত রায় তোতা ও পরিমল কুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অরুণ কুমার হালদার। রা/অ