সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:১৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে শতবর্ষী কবরস্থানে সরকারিভাবে রোপনকৃত গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল গ্রামে এই গাছ কাটার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ আগস্ট সোমবার দুবইল গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র মোস্তফা কামাল ওরফে ডাম্ফু এসব গাছ কেটেছেন। এরআগেও তিনি আরো অনেক গাছ কেটেছেন। এনিয়ে গ্রামবাসীর মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার দুবইল গ্রামের কবরস্থানে সরকারিভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। তার পাশে প্রায় এক বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। যার অংশীদার ডাম্ফু। কিন্তু প্রতিবছর কবরস্থান ভেঙে পুকুরে পরিণত হচ্ছে। যে কারণে পুকুর মালিক নিরাপত্তা প্রাচীর দিচ্ছে না। তাদের কৌশল এভাবে কবরস্থান ভাঙতে ভাঙতে এক সময় পুকুরে পরিণত হবে। এক বিঘা আয়তনের পুকুর এখন প্রায় দুই বিঘা হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুবইল স্কুলের এক সহকারী শিক্ষক বলেন, কবরস্থান ভেঙে পুকুরে পরিণত হচ্ছে। আর সেখানকার গাছ ডাম্ফু কাটছে। তিনি বলেন, এরআগে এক পান ব্যবসায়ী হত্যা মামলায় ডাম্ফুকে প্রধান আসামি করা হয়েছিল। এছাড়াও তার চারটি অবৈধ সেচ মটরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এমনকি তানোর পালপাড়ায় তাকে নিয়ে একটা বিলাসী মুখরোচক গুঞ্জন রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা বনকর্মকর্তা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তবে এসব গাছ তারা রোপণ করেননি। অন্য কোনো প্রতিষ্ঠান রোপণ করেছেন।
এবিষয়ে মোস্তফা কামাল ডাম্ফু বলেন, তার জায়গায় বনবিভাগ গাছ রোপণ করেছে। এসব গাছ পুকুরে পড়ে মাছ নষ্ট হচ্ছে তাই গাছকাটা হচ্ছে।
তিনি দম্ভোক্তি করে আরও বলেন, তার জায়গার গাছ কাটতে তিনি আবার কার অনুমতি নিবেন। তিনি গাছ কাটছেন প্রশাসন যদি ব্যবস্থা নেয় নিবেন। তখন দেখা যাবে বলে এড়িয়ে গেছেন তিনি।
এব্যাপারে মুন্ডুমালা অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) রবিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে। রা/অ