মঙ্গবার, ২৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৩১ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ
দেশে কখনও ফিরে আসবে না তত্ত্বাবধায়ক সরকার :এমপি ফারুক চৌধুরী

দেশে কখনও ফিরে আসবে না তত্ত্বাবধায়ক সরকার :এমপি ফারুক চৌধুরী

মামুনুর রশিদ মামুন :
‘যতকাল রবে পদ্মা-মেঘনা-যমুন বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ এই শ্লোগান সামনে রেখে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের তিন-তিনবার নির্বাচিত মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের বুলেটের আঘাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়।

এছাড়াও ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও হত্যা উদ্দেশ্যে গ্রেনড হামলা চালানো হয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে জান। শহিদ হন আইভি রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ আগস্ট উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল উচ্চ বিদ্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বসম্প্রদায় থেকেও প্রশংসিত হচ্ছে। শুধু প্রশংসা করতে পারে না আমাদের দেশের বিএনপিসহ কিছু দল আর কিছু ব্যক্তিবিশেষ। এটি জাতির জন্য দুর্ভাগ্য। যে যাই বলুক না কেন, যতই সমালোচনা করুক না কেন, কাজ করলে সমলোচনা হবে। আমরা সমালোচনাকে সমাদৃত করার মানসিকতা পোষণ করি। সেই কারণে আমরা মনে করি সমালোচনা করলে ক্ষতি নেই। কিন্তু অন্ধের মতো সমালোচনা ভালো নয়, সবকিছুতে না বলার সংস্কৃতি এবং না বলার রাজনীতি রাষ্ট্রের জন্য ভালো নয়।’

ফারুক চৌধুরী বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যতই রূপরেখা দিক না কেন, সংবিধান অনুযায়ীই দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের একচুলও ব্যাত্যয় হবে না। তাদের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ থেকে পলাতক। বিএনপির শাসনামলে পাকিস্তানি দর্শনের রাজনীতি বাংলা দেশে জোরদার হয় এবং জামায়াত ইসলামের ক্ষমতায়ন প্রক্রিয়া শুরু হয়। সেইসাথে বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত ইসলামী বাংলাদেশে ফুলেফেঁপে বিষবৃক্ষে পরিণত হয়েছে। বাংলাদেশের সচেতন মানুষ জানে জামায়াতে ইসলামী হল বিএনপির বি-টিম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীব সরকার।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শিক্ষক শামসুল হক, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ও পাঁচন্দর ইউপি ১ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি লুৎফর ছাড়াও পাঁচন্দর ইউনিয়ন আ.লীগ ও যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.