সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত রাজশাহীর তানোর সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৃতীয় তলা বিশিষ্ট ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (২০ আগস্ট) রোববার দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল জুম প্লাটফরমের মাধ্যমে উপস্থিত থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্ধোধন করেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসিল্যান্ড আবিদা সিফাত।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী এলজিইডি ভবনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ নাশির উদ্দিন ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুমন মিয়া প্রমুখ।
উদ্ধোধন শেষে উপস্থিত উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুলদিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ। এসময় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। রা/অ