শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৪২ am
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরির খুব কাছেই ছিলেন চট্টগ্রামের সম্ভাবনাময় মিডল অর্ডার শাহাদাত হোসেন দিপু। প্রথম দিন শতক থেকে ১২ রান পিছনে ছিলেন তিনি।
আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিন খেলতে নেমে জাতীয় লিগে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঠিক পূর্ণ করেছেন যুব বিশ্বকাপজয়ী শাহাদাত দিপু। তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১০৮ রানের (৩৬৫ মিনিটে ২৫৬ বল মোকাবেলায় ১১ বাউন্ডারি ও ২ ছক্কা) বড় ইনিংস। আর পেসার মেহেদি হাসান রানা উপহার দিয়েছেন ফিফটি (১০১ বলে ৫৫)।
তারপরও চট্টগ্রামের ইনিংস খুব বেশিদূর যায়নি। আগের দিনের ৬ উইকেটে ২৫৭ রান নিয়ে খেলতে নামা মুমিনুল হকের দল প্রথম ইনিংস শেষ করেছে ২৮৭ রানে। ফরহাদ রেজা পতন ঘটান ৪ উইকেটের (৪৪ রানে)। এছাড়া পায়েল ও তাইজুল পান দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানে প্রথম ইনিংস শেষ রাজশাহীর। একজনও রান পাননি। দুই পেসার মেহেদি হাসান রানা (২২ রানে ৩ উইকেট) ও নোমান চৌধুরী (৪৭ রানে ৪ উইকেট) আসল কাজটি করে দেন। এছাড়া হাসান মুরাদও পান ৩৫ রানে ২ উইকেট।
প্রথম ইনিংসে ১৩৫ রানে লিড নিলেও দ্বিতীয় ইনিংসে রাজশাহী অধিনায়ক অভিজ্ঞ ফরহাদ রেজার ক্ষুরধার বোলিংয়ের মুখে চরম বিপাকে মুমিনুলের চট্টগ্রাম। মাত্র ৪৩ রানেই খোয়া গেছে ৫ উইকেট। যার ৩টিই নিয়েছেন ফরহাদ রেজা।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম প্রথম ইনিংস : ১০২.২ ওভারে ২৮৭/১০ (ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৬৩, শাহাদাত হোসেন দিপু ১০৮, মেহেদি হাসান রানা ৫৫; ফরহাদ রেজা ৪/৪৪, আসাদুজ্জামান পায়েল ২/৬১, তাইজুল ইসলাম ২/৬৩)
রাজশাহী প্রথম ইনিংস : ৪৪.৩ ওভারে ১৫২/১০ (তানজিদ তামিম ৫, জহুরুল অমি ১২, জুনায়েদ সিদ্দিকী ৬, ফরহাদ হোসেন ২৪, তৌহিদ হৃদয় ৯, সাব্বির ২৪, প্রিতম কুমার ২১, ফরহাদ রেজা ২৭*; মেহেদি হাসান রানা ৩/২২, নোমান চৌধুরী ৪/৪৭, হাসান মুরাদ ২/৩৫)
চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস : ১৯.৩ ওভারে ৪৩/৫ (পারভেজ ইমন ০, পিনাক ঘোষ ০, মাহমুদুল হাসান জয় ২৬*, মুমিনুল হক ১৩, ইয়াসির আলী ৪, মেহেদি হাসান রানা ০; ফরহাদ রেজা ৩/১৮)। সূত্র : জাগোনিউজ। আজকের তানোর