শনিবর, ২১ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:৩২ am

সংবাদ শিরোনাম ::
দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ
নগরীতে প্রশাসনের উদ্যোগে গভীর শোক আর শ্রদ্ধায় পালিত জাতীয় শোক দিবস

নগরীতে প্রশাসনের উদ্যোগে গভীর শোক আর শ্রদ্ধায় পালিত জাতীয় শোক দিবস

মো. রবিউল ইসলাম মিনাল (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের প্রতি রাজশাহী নগীরর কাজিহাটায় বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজশাহী জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. সাইফুর রহমান পিপিএম বার।

তিনি রাজশাহীর সিঅ্যান্ডবি মোড় হতে শিল্পকলা একাডেমি হয়ে শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর শিল্পকলা একাডেমিতে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

রাজশাহীতে জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিশেষ অতিথি মো. আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত ছিলেন।

এঅনুষ্ঠানে আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাদী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তা ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তীসহ রাজশাহীস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতীথযশা সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ ও সুধী সমাজের অংশীজন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পিপিএম বলেন, ১৯৭১ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের একদল বিপদগামী সেনাদের বুলেটের আঘাতে নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও তাঁদের পরিবারের সদস্যগণ শহিদ হন। এখনও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চক্রান্তকারী বিপক্ষ শক্তি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর আঘাত হানার চেষ্টা করছে। একাত্তরের সেই বিপক্ষ শক্তি যেন আর কখনও আমাদের ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.