সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৪ am
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে গভীর শোক আর শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কালো ব্যাচ ধারণ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১৫ আগস্ট) মঙ্গলবার সারাদিন ব্যাপি তানোর উপজেলা প্রশাসন, তানোর পৌরসভা কার্যালয়, মুন্ডুমালা পৌরসভা কার্যালয় ও বিভিন্ন জিও এনজিও কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও এসিল্যান্ড আবিদা সিফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নুরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মাস্টার।
এসময় শোকর্যালি ও শোকসভায় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, তানোর আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সহিদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মতবিনিময় ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, তানোর পৌরসভা কার্যালয় ও মুন্ডুমালা পৌরসভা কার্যালয় কর্তৃক পৃথকভাবে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় তানোর পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি ইমরুল হকের সভাপতি উপস্থিত ছিলেন, পৌরসভার প্যালেন মেয়র আরব আলী, ইন্তাজ মোল্লা, তানোর উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল ও তানোর পৌর যুবলীগের সাবেক সভাপতি রাজিব সরকার হিরো প্রমুখ। ওদিকে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রা/অ