সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৩ am
ডেস্ক রির্পোট :
পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে দাফন করা হবে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে।।ইতোমধ্যে কবর খননের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন ছেলে মাসুদ সাঈদী।
মাসুদ সাঈদী স্ট্যাটাসে উল্লেখ করেন, এখানেই শুয়ে আছেন তার (সাঈদী) কলিজার টুকরা বড় সন্তান রাফীক বিন সাঈদী, তার অত্যন্ত স্নেহের ছোট ভাই হুমায়ুন কবীর সাঈদী, তার কন্যাসম বড় পুত্রবধু সুমাইয়া রাফীক সাঈদী।
এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর পর থেকে গুঞ্জন ওঠেছিল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে খুলনা বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দাফন করা হবে।
সেখানে জীবদ্দশায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী দাফনের জন্য অসিয়ত করে গেছিলেন বলে জানা গেছে। তাই সাঈদীর মৃত্যুর পরপরই খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি সোমবার রাত ৯টার দিকে বৈঠকে বসে। অসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে তারা আলোচনা করেন।
এদিকে পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে সকাল থেকেই জড়ো হচ্ছে তার ভক্তসহ সাধারণ মানুষ। সকলেই তার জানাজার জন্য জড়ো হচ্ছেন। ইতোমধ্যেই সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।
পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক বলেন, সাঈদীর মরদেহ নিয়ে ইতোমধ্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাধারণ মানুষসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ইতোমধ্যেই সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে ভিড় করছেন। আমরা জানাজার অপেক্ষায় আছি। সূত্র : যুগান্তর