বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:৫৯ am
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটি।
আগামীকাল বিকেল ৪টায় শহরের সাহেববাজার জিরোপয়েন্টে হতে যাওয়া এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী ২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
আজ সন্ধ্যায় সমাবেশের তথ্য নিশ্চিত করে দলের মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু জানান, ‘শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করতে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামীকাল রাজশাহীতেও আমরা বিক্ষোভ সমাবেশ করবো।’
দেবু বলেন, ‘শাল্লায় হামলার সাথে সরাসরি জড়িত কিছু ব্যক্তিদের গ্রেফতার দেখানো হলেও এর অন্তরালে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি ‘হেফাজতে ইসলাম’র নেতাদের আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে। ওই ঘটনার প্রেক্ষিতে আমাদের পার্টির মূল বক্তব্য- শুধু হামলায় জড়িতদের গ্রেফতার করলে হবে না, এর পেছনে যারা প্রত্যক্ষ মদদ ও উস্কানি দিচ্ছে তাদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মূলত এ বিষয়কে সামনে রেখেই কালকের বিক্ষোভ সমাবেশ। আজকের তানোর