সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৮ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
নগরীতে ব্যাংক কর্তার প্রতারণায় নিঃস্ব ২৫ পরিবার, মানববন্ধন

নগরীতে ব্যাংক কর্তার প্রতারণায় নিঃস্ব ২৫ পরিবার, মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বেসিক ব্যাংকের বরখাস্ত ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকিরের বিচার দাবিতে মানবন্ধন করেছে ভূক্তভোগিরা। শনিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধনে ভূক্তভোগিদের অভিযোগ, চেক জালিয়াতি ও জাল স্বাক্ষরসহ নানাভাবে ২৫টি পরিবারের কাছ থেকে সাড়ে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি নগরীর দাসপুকুর এলাকায়।

মানববন্ধনে প্রতারণার শিকার নগরীর রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মায়া বেগম বলেন, বেসিক ব্যাংকের ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস আমাকে ধর্ম মা বানিয়ে সম্পর্ক গড়ে তোলে। সে তার ব্যাংকে একাউন্ট খুলতে বললে আমার বিভিন্ন জায়গার সম্পত্তি বিক্রি করে ব্যাংকে ৭৯ লক্ষ টাকা রাখি। সে পরবর্তিতে চেক জালিয়াতি করে আমার একাউন্ট থেকে টাকা তুলে নেয়। পরে আমরা তার জালিয়াতির বিষয়টি জানতে পেরে তার কাছে গেলে আমার নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আদালত তার মামলা খারিজ করে দিয়েছে। পরে আমি তার বিরুদ্ধে আদলতে মামলা করেছি। একই ভাবে প্রতারণা করে হাজরাপুকুর এলাকার নাহিদা নাসরিন লিনা নামের ভূক্তভোগির কাছ থেকে ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির। তিনি বলেন, এভাবে তাদের প্রতারণার শিকার হয়ে ২৫টি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। টাকা ফেরতসহ প্রতারক স্বামী-স্ত্রীর শাস্তির দাবি জানিয়ে লিনা বলেন, তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকিরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে তারা বেশ কিছুদিন কারাগারেও ছিলেন। ১১টি মামলায় তারা বর্তমানে জামিনে রয়েছেন। নগরীর রাজপাড়া থানার দুইটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না। উল্টো মামলার বাদিদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।

নাহিদা নাসরিন লিনা বলেন, তাসনুভা ফেরদৌস আমার পূর্ব পরিচিত। তার বিপদের জন্য পাশে দাঁড়িয়ে ছিলাম। তাকে আমি ৫৫ লাখ টাকা দেয়। সে যখন বেসিক ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় কর্মরত। সে টাকাগুলো নিয়ে এভাবে প্রতারণা করবে তা ভাবিনি। আমি এখন সর্বশান্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর সে শহরে ফ্ল্যাট কিনে বেড়াচ্ছে। তাসনুভা ফেরদৌস বাংলাদেশে যেন দ্বিতীয় আর না জন্ম না নেয় তার জন্য সর্বোচ্চ দাবি জানাচ্ছি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির পালাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.