বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ১০:১০ pm

সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত ইসকন নিষিদ্ধে আদালত নয়, সিদ্ধান্ত নেবে সরকার : হাইকোর্ট রাজশাহীতে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ ২৬ জন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে নাচোলে দোয়া ও আলোচনাসভা তানোরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষক থেকে পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামানের চলছে জীবন সংগ্রাম রাজশাহীতে বীজ সঙ্কটেও সারের দাম চড়া, চাষিদের মাথায় হাত রাজশাহীতে আ.লীগের কর্মীসহ ১৮ জন গ্রেপ্তার জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ তানোরে দখল বাজিতে বিএমডির গভীর নলকূপে সেচ পাচ্ছে না কৃষক বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোর থানার মোড়ে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন গোদাগাড়ীতে পদ্মানদীতে বালি উত্তোলন ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে
রামের হাসপাতালে ২৪ ঘন্টায় তিন ডেঙ্গু রোগীর মৃত্যু

রামের হাসপাতালে ২৪ ঘন্টায় তিন ডেঙ্গু রোগীর মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় একজন এবং বুধবার সকালে ও দুপুরে অন্য দুজনের মৃত্যু হয়।

সর্বশেষ বুধবার বেলা আড়াইটায় নাটোরের লালপুর উপজেলার বেদানা (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়। তাঁকে ৬ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ঢাকায় ভ্রমণের ইতিহাস ছিল।

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের সৈকত (১৮) নামের এক তরুণ মারা যান। তাঁকে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। গত শনিবার প্রথমে তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাঁকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড. তানজিরুল বারি বলেন, বলেন, যেসব রোগী একেবারে মুমূর্ষু অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন, তাঁদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা কঠিন হচ্ছে। তাঁরা আক্রান্ত হওয়ার সাত থেকে আট দিন পর হাসপাতালে আসছেন। বেশির ভাগ রোগী বুঝতে পারছেন না, তাঁরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, এর আগে চলতি বছরের ৮ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৌসুমের প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। হাসপাতালের দেওয়া তথ্যমতে, আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজশাহী জেলার রোগীর সংখ্যা ৪০।

তানজিরুল বারি বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ২৫, ৩০, ৩৯ ও ৪০ ওয়ার্ড ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.