সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৬ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত আজ (৮ আগস্ট) মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় তানোর উপজেলা সদরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এমপি ও সাবেক জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করেন।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. মনিরা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
আনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পিজুষ কান্তি, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মতিন ।
এছাড়াও তানোর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় মহিলা দল হিসেবে তানোর চন্দনকোঠা প্রাথমিক বিদ্যালয় বনাম দুবইল প্রাথমিক বিদ্যালয়ের খেলাটি শূন্য গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে চন্দনকোঠা সরকারি বিদ্যালয় ৪-২ গোলে এবং পুরুষ খেলায় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাটি ২-০ গোলে বিজয়ী হয়। রা/অ