শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৪:২১ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
আজ (২২ মার্চ) সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন ইউএনও।
এতে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলার পাঁচন্দর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু, চাঁন্দুড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান এবং তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম প্রমুখ। আজকের তানোর