শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫০ am
শাকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র ইমরুল হক। সঙ্গে ৯টি ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর তিনিই প্রথম আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী মেয়রপ্রার্থী।
আজ (২২ মার্চ) সোমবার পড়ন্ত বিকেলে অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে, এসময় সাবেক মেয়র মিজানুর রহমানের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এজন্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মেয়র ইমরুল হক। এতে বর্তমান ও সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারী রাজশাহীর তানোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইমরুল হক নির্বাচিত হন। কিন্তু দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের নাম দেয়া হলেও তাকে দেখা যায়নি।
ফলে তার স্থলে তানোর উপজেলা আ’লীগ সভাপতি গোলাম রাব্বানী প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত সচিব সরদার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাঁকনহাট পৌর মেয়র একেএম আতাউর রহমান খাঁন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, তানোর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাকিবুল সরকার পাপুল প্রমুখ। আজকের তানোর