শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৫ am
ডেস্ক রির্পোট :
সংকট নিরসনে সিইসি সংলাপের পরামর্শ দিলেও শর্ত দিচ্ছে দু’পক্ষ – দৈনিক সমকালে প্রকাশিত এই সংবাদে বলা হয়েছে চলমান রাজনৈতিক সংকট নিরসনে আবারো সংলাপের পরামর্শ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন ‘এই সংকট রাজপথে মীমাংসার বিষয় নয়। চায়ের টেবিলে বসেই সমাধানের চেষ্টা করা উচিত’।
মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাত শেষে সিইসি দলগুলোকে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দিয়ে বলেন, ‘ মার্কিন দূতও বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে’।
দৈনিক ইত্তেফাকেও সিইসির বক্তব্য প্রধান শিরোনাম করা হয়েছে। পাশাপাশি পত্রিকাটির আরেকটি সংবাদের শিরোনাম করা হয়েছে বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ।
এতে বলা হয়েছে সোমবার প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপত্র ফারহান হক বলেছেন বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ।
‘রাজনৈতিক সহিংসতার পরিবেশে সুষ্ঠু ভোট হতে পারে না:যুক্তরাষ্ট্র’ শীর্ষক আরেকটি সংবাদে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, ‘ ভোটার, রাজনৈতিক দল, পুলিশসহ সবার প্রতিশ্রুতির ওপর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না’।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের এসব বক্তব্য মিলিয়ে একটি সংবাদ করেছে ঘঊড অএঊ, যার শিরোনাম টঘ ধিহঃং ঢ়বধপবভঁষ, রহপষঁংরাব বষবপঃরড়হ রহ ইধহমষধফবংয.
দ্যা ডেইলি স্টারও সব দলকে সংকট নিরসনে আলোচনায় বসতে সিইসি যে আহবান জানিয়েছেন তাকেই প্রধান সংবাদ করেছে যার শিরোনাম ঝরঃ ঃড়মবঃযবৎ ঃড় বহফ পৎরংরং.
নয়া দিগন্ত রাখাইনে বাড়িঘরের চিহ্নও রাখা হয়নি শীর্ষক সংবাদে বলা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা উঠলেই আবেগে উদ্বেলিত হয়ে পড়েন রোহিঙ্গারা। আবার প্রত্যাবাসনবিরোধী কিছু রোহিঙ্গা মিয়ানমারে ফিরতে চাইলে খুনোখুনিতে মেতে ওঠেন। সম্মানজনকভাবে রোহিঙ্গারা ফিরতে চায় নিজ দেশে। সূত্র : বিবিসি