সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫২ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
তানোরে মশার উপদ্রব বাড়ছে, ডেঙ্গু আতঙ্কে মানুষ!

তানোরে মশার উপদ্রব বাড়ছে, ডেঙ্গু আতঙ্কে মানুষ!

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে মশার উপদ্রব বাড়ছে। এতে করে সপ্তার ব্যবধানে দুইজন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে জ্বর-সর্দি দেখা দিলেই মানুষ ডেঙ্গু আতঙ্কে হাসপাতালে ছুটছেন! এমনটি বলছেন সংশ্লিষ্টরা।

তানোর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গেলো বছর ডেঙ্গু রোগে আক্রান্তের রোগী তেমন ছিল না। কিন্তু এ বছর ইতি মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের সাধ্যমত চিকিৎসা দেয়া চলছে। তবে, সচেতন মানুষের শরীরে আকষ্মকি ভাবে একটু জ্বর দেখা দিলেই তারা ডেঙ্গু পরীক্ষা করতে ছুটে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে এমনটি জানান হাসপাতাল সংশ্লিষ্টরা।

জানা গেছে, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তার ব্যবধানে দুইজন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে আব্দুল খালেক (৩৫) নামের একজন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার বাড়ি সরনজাই গ্রামে। অপরজন উপজেলার বাধাঁইড় ইউপির মমিনুল ইসলাম (১৮)। তিনি চলতি সপ্তায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কিন্তু ডেঙ্গু প্রতিরোধে তানোর পৌরসভা থেকে মশক নিধনে নেয়া হয়নি বিশেষ কোন ব্যবস্থা! এর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। এব্যাপারে পৌর মেয়র ইমরুল হকের সাথে কথা বলার জন্য তাঁর মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে, পৌরসভার পক্ষ থেকে তালন্দ বাজার, উপজলো চত্বর ছাড়াও কয়েকটি পাড়া মহল্লায় ও হাসপাতাল চত্বরে ফগার ম্যাশিন চালানো হয়েছে বলে পৌরসভার কার্যসহকারী মাহাবুর রহমান এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। কিন্তু পৌরসভা থেকে মশক নিধনে এখন র্পযন্ত বিশেষ কোন কার্যক্রম লক্ষণীয় না হওয়ায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের লোকজন ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, দু’সপ্তা আগে তানোর উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় কমিটির এক সভায় বগার ম্যাশিনে মশক নিধনে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ওষুধ ছিটানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ির আঙ্গিনায় এবং স্ব-স্ব প্রতিষ্ঠান এলাকায় ময়লা-আর্বজনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাক্তার বার্নাবাস হাসদাক জানান, এক সপ্তার ব্যবধানে দুইজন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে তাঁর স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলোজি বিভাগ থেকে জানানো হয়েছে। এদের মধ্যে আব্দুল খালেক নামের এক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। অপরজন মমিনুল ইসলাম চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলেও জানান টিএইচও। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.