সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৭ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভার কালিগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিমের ব্যানারে ‘কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ওই একই সময় বিএনপি-জামায়াত নৈরাজ্যের প্রতিবাদে ‘তানোর উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনেও অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পরস্পর বিরোধি স্লোগানে উভয় দলের নেতাকর্মীরা উত্তেজিত হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে একজন জামায়াত কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, ৩০ জুলাই রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আ.লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে পরস্পর বিরোধি স্লোগানে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে জামায়াতের মিছিলে ধাওয়া দেয় সেচ্ছাসেবক লীগ নেতারা।
এতে উভয়ের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ছত্রভঙ্গ করে জামায়াতের একজন কর্মীকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম আব্দুর রাকিব (২৮)। তিনি তানোর উপজেলার তালন্দ ইউপির লালপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, আটককৃত ব্যক্তি জামায়াত কর্মী কি না জানি না। খোঁজখবর নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। রা/অ