শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫১ pm
মশিউর রহমান মানিক, দুর্গাপুর :
রাজশাহীর দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদ-এর সভাপতি লেখক, গবেষক, কবি ও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।
২৯ জুলাই সন্ধ্যা ছয়টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ এর ছোট পুত্র দীপ্ত টেলিভিশনের রাজশাহী অফিস প্রধান শহীদ এজাজ ইউসুফ আদনান জানান, ২৯ জুলাই শনিবার দুর্গাপুর সদরের বাসায় দুপুরে খাওয়া দাওয়া শেষে হঠাৎ আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক প্রথমে দুর্গাপুর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় আমার পিতার মৃত্যু হয়। সন্ধ্যা ছয়টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, দুর্গাপুর থানা সহকারী কমিশনার কৃষ্ণচন্দ্র, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আ.ও.ন.ম নুরুল আলম হিরু মাষ্টার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন ও প্রভাষক আমিনুল হক টুলু।
এছাড়াও গোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম, পাইওনিয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরুজ্জামান লিটন, দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক হাসানুজ্জামান লালটু, বক্তিয়ারপুর ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান প্রমূখ।
রাত ৯টায় গ্রামের বাড়ি উপজেলার পানানগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান আজাহার আলী খানসহ গ্রামবাসী। পরে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পূর্ন করা হয়। সাংবাদিক পিতার মৃত্যুতে দুর্গাপুরবাসী গভীরভাবে শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। রা/অ