শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৪ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে নানা আয়োজনে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কাদিরগঞ্জে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজনের শুরুতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আজকের পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রিমন রহমান। বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং আমন্ত্রিত অতিথিরা আজকের পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, করোনা মহামারিতে বিশ^ যখন স্থবির, তখন একটা চমক হয়েই পাঠকের হাতে এসেছিল আজকের পত্রিকা। ঢাকা এবং ঢাকার বাইরে পত্রিকাটির সঙ্গে যেসব সংবাদকর্মী যুক্ত হন, তাদের কারণে এই পত্রিকার কাছে পাঠকদের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল। গত দুইবছরে এই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। আজকের পত্রিকা ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রমাণ দেখিয়েছে।
তারা বলেন, পথচলার শুরু থেকেই আজকের পত্রিকা একটি ভিন্ন আঙ্গিকের সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সংবাদের বৈচিত্র্যের কারণে পত্রিকাটি দ্রুত সময়ের মধ্যে পাঠকপ্রিয়তা পায়। আজকের পত্রিকা আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন- রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, প্রবীণ সাংবাদিক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি সরকার শরীফুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বিটিভির জেলা সংবাদদাতা আজিজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউল গনি সেলিম, সাইফুর রহমান রকি, গোলাম রাব্বানী, রাকিবুল হাসান প্রমুখ।
আজকের পত্রিকাকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আরও আসেন স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, আরইউজের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার আলী হিমু, রাশিদুল হক রুশো, সেখ জিয়াউল হক, জামাল উদ্দিন, ফজলুল করিম বাবলু, এনায়েত করিম, জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সদস্য অনিল গজাড়, ঢাকামেইলের জেলা প্রতিনিধি আবু সাঈদ রনি, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, ব্যবসায়ী সাইফুল ইসলাম হীরক, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান এটিএন নিউজের বুলবুল হাবিব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সালাহউদ্দিন, সোহাগ আলী, গুলবার আলী জুয়েল, সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, সুজন আলী, দুলাল আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মাহী ইলাহি, আফরোজা খান হেলেন, শিরিন সুলতানা কেয়া, রোজিনা সুলতানা রোজী, সবনাজ মোস্তারী স্মৃতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি, দপ্তর সম্পাদক সুজন আলী, নির্বাহী সদস্য শাহাদত আলী, সদস্য শরিফুল ইসলাম সৌরভ প্রমুখ। শুভেচ্ছা জানাতে এসেছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস, কার্যনির্বাহী সদস্য মীর কাদির, সহযোগী সদস্য আশিক ইসলাম, শিক্ষানবিশ সাংবাদিক শাকিবুল ইসলামও।
আয়োজনে আজকের পত্রিকার রাজশাহীর ফটোসাংবাদিক মিলন শেখ, রাজশাহী বিশ^বিদ্যালয় প্রতিনিধি রিপন চন্দ্র রায়, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজান মাহী, পুঠিয়া প্রতিনিধি মো. শাহনেওয়াজ, তানোর প্রতিনিধি মিজানুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রা/অ