শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫২ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২৩ জুলাই রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য দেন, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা প্রকৌশলী শাহীনুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার আসাদুর রহমান বিপ্লব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, জনগণকে সেবা প্রদান করতে প্রতিটি অফিস থেকে সেবা সহযোগিতা ও তথ্য পাওয়ার অধিকার রয়েছে জনগণের। আর জনগণের কল্যাণে সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত। তাই জনগণের সেবক হিসেবে আমাদের আরো বেশি জনবান্ধব ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। রা/অ