শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৪ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর বাজারে হাসান আলী নামের এক শ্রমিকলীগ নেতার দোকানে ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২১ জুলাই) রাতে শ্রমিক লীগ নেতা হাসান আলী বাদী হয়ে ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম বাবলুসহ ৮ জনের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার শ্যামপুর বাজারে মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ দোকানে সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
থানায় অভিযো ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে গত বুধবার বিকেল মোহনপুর উপজেলার বিষহারা মোড়ে গণসংযোগ শেষে পথসভা করেন। ওই অনুষ্ঠানের কিছু ছবি ঘাসিগ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি হাসান আলী তার সামাজিক যোগাযোগ ফেসবুক আইডিতে পোস্ট করেন। বৃহস্পতিবার শ্যামপুর বাজারে হাসান আলী তার মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ দোকান খুললে ওই ঘটনার জের ধরে সকাল ১০ টার সময় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের আপন বড় ভাই ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু নেতৃত্বে মহিষকুন্ডি গ্রামের ইসমাইল হোসেন ভুল, মোজাহার আলী, টুটুল হোসেন, জামাল রিপন, বড় দেওপুর গ্রামের আমজাদ হোসেন, হাট তোর গ্রামের রবিউল ইসলাম ও হরিদাগাছী গ্রামের শাহরিয়ার হোসেনসহ অজ্ঞাতনাম ১০/১৫ জন মিলে সন্ত্রাসী কায়দায় দোকানে প্রবেশ করে শ্রমিক লীগ নেতা হাসান আলীর উপর হামলা চালিয়ে দোকান ভাংচুর করে নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। সন্ত্রাসীদের ভাংচুরে দোকানের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ওই সময় শ্রমিক লীগ নেতা হাসান আলীকে রক্ষা করতে গিয়ে কৃষকলীগ নেতা আবজাল হোসেন ও আওয়ামী লীগ নেতা আলামিন হোসেন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এবিষয়ে জানতে চাইলে ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু বলেন, সংসদ সদস্য আয়েন উদ্দিন আমার আপন ছোট ভাই। আমার বাবাকে নিয়ে হাসান আলী ফেসবুকে খারাপ মন্তব্য করে কমেন্ট করেন। তাই এলাকায় কিছু লোকজন বৃহস্পতিবার সকালে শ্যামপুর বাজারে হাসান আলীকে চড়থাপ্পড় মারতে থাকলে ওই সময় আমি গিয়ে মারামারি বন্ধ করি। নগদ টাকা চুরি ও দোকান ভাংচুর ঘটনা সঠিক নয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানসহ ৮ জনের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে শুক্রবার রাতে হাসান আলী থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর ওইদিন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রা/অ