বুধবা, ২৫ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:২২ am

সংবাদ শিরোনাম ::
কোটায় ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ তানোরে বিলকুমারী বিল থেকে একব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার নাচোলে ডেমোক্রেসি ওয়াচের উদ্বুদ্ধকরণ সভা নাচোলে ওলামা বিভাগের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে রাকাব কর্মচারীদের মানববন্ধন তানোরে জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি
গোদাগাড়ীতে ভূমিদস্যু সেই সেলিম ২৩ জুলাই আসছে তানোরে

গোদাগাড়ীতে ভূমিদস্যু সেই সেলিম ২৩ জুলাই আসছে তানোরে

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের এসএ শাখার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজাকে তার দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জেলা প্রশাসকের দপ্তরের কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে কাজ করবেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে।

সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার এ আদেশে সই করেছেন। আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সেলিমকে তানোরে যোগ দিতে হবে।

গত ১০ জুলাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, তার একটি পক্ষের নেতৃত্বে ছিলেন এই সেলিম রেজা। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডিসি অফিসের প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমি দখলে ভূমিকা রাখা ও ভূমির শ্রেণি পরিবর্তন করে দেওয়ার অভিযোগ আছে।

নানা সময় বিরোধপূর্ণ জমি কিনে সেগুলো স্ত্রী-স্বজনদের নামে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার অভিযোগও আছে সেলিম রেজার বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বরে একটি পুকুরের জমির শ্রেণি পরিবর্তন করে দেওয়ার বিনিময়ে নিজ নামে জমি রেজিস্ট্রেশন করার অভিযোগে তাকে নিজ দপ্তর থেকে বদলি করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার জেএল রামচন্দ্রপুর মৌজার ৩৬৫ দাগের একটি পুকুরের শ্রেণি পরিবর্তনের বিনিময়ে প্রায় দুই কাঠা জমি নিজ নামে রেজিস্ট্রেশন করে নেন সেলিম রেজা। এ ঘটনায় কিসকো মুরমু নামের এক ব্যক্তি ভূমি সচিব বরাবর অভিযোগ করেন। গত বছর ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসককে তদন্ত করতে বলা হয়। অভিযোগের পর সেলিম রেজাকে এসএ শাখা থেকে অন্য শাখায় বদলি করে দেওয়া হয়। কিন্তু পরে আর এ ঘটনার তদন্তই হয়নি। আগের জেলা প্রশাসক আবদুল জলিল নিজের বদলির আগে সেলিমকে আবার এসএ শাখায় পুনর্বহাল করে যান।

এই দপ্তরে ফিরে এসে আবার বেপরোয়া হয়ে ওঠেন সেলিম। গত ১০ জুলাই তিনি নিজেই গোদাগাড়ীর ইয়াজপুরে বিরোধপূর্ণ জমি দখলে যান। এতে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জেলা প্রশাসককে একটি ‘অবহিতকরণ প্রতিবেদন’ দেন। সেখানে সেলিম রেজাকে সংঘর্ষের একটি পক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় তিনি নিজেও ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সেলিমের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.