বুধবা, ২৫ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:২১ am

সংবাদ শিরোনাম ::
কোটায় ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ তানোরে বিলকুমারী বিল থেকে একব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার নাচোলে ডেমোক্রেসি ওয়াচের উদ্বুদ্ধকরণ সভা নাচোলে ওলামা বিভাগের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে রাকাব কর্মচারীদের মানববন্ধন তানোরে জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি
তানোরে দুই যুবককে অপহরণের পর উলঙ্গ করে ভিডিও ধারণ

তানোরে দুই যুবককে অপহরণের পর উলঙ্গ করে ভিডিও ধারণ

নিজস্ব প্রতিবেদক, তানোর :
ওরা মারাত্মক ভয়ংকর, বাড়ির সামনে যাকেই পায় বাড়িতে তুলে প্রচুর নির্যাতন করে ন্যাংটা ভিডিও করে ব্ল্যাক মেল করে টাকা আদায় করে থাকেন। শুধু বাড়িতে নানা ভাড়াটিয়া হিসেবে বাড়ি জমি দখল করে থাকেন নিয়োমিত।

রাজশাহীর তানোরে পৌর সদরের শিল্পি তার মেয়ে জলি, ডাকা ওরফে ছোট বাবু ও বাদশাসহ আরো কয়েকজন বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খেয়ে মাথা হ্যাং করে এজাতীয় কাজ করে থাকেন বলে অহরহ অভিযোগ তাদের বিরুদ্ধে। গত শুক্রবার জুম্মার নামাজের আগে সুমন নামের এক যুবককে একা পেয়ে বাড়িতে তুলে নির্যাতন ও ন্যাংটা ভিডিও করে তার কাছে থাকা ৫ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ও একটি ছোট মোবাইল কেড়ে নেয় । নামাজ পর এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন। ওই দিন সন্ধ্যার আগে স্থানীয়রা বিভিন্ন ভাবে সন্ধ্যান চালিয়ে গোকুল গ্রামের নিচে থেকে ধরে পুলিশে দেন।

এতে করে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। তবে তাদের চরম সাজার দাবি তুলেছেন। নচেৎ এমন ঘটনা ঘটাতেই থাকবেন তারা। শুধু তাই না কখনো ডিবির সোর্স আবার কখনো পুলিশের সোর্স পরিচয়ে এসব অপকর্ম করে থাকেন। জানা গেছে, গত শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার সরনজাই মন্ডল পাড়া এলাকার সুমন নামের এক যুবক মডেল পাইলট স্কুলের পিছন দিয়ে হিন্দুপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। এসময় বাদশ ও ডাকা মুখে মাক্স পরে ডিবি পুলিশের সোর্স পরিচয়ে ধরে ভাড়াটিয়া শিল্পির বাড়িতে তুলেন। বাড়িতে বেধড়ক পিটিয়ে পিঠে ইনজেকশনও পুস করে নির্যাতন চালানো হয়।

কিন্তু স্থানীয় কিছু যুবক বিষয়টি বুঝতে পারেন এবং নির্যাতন কারীরা টের পেয়ে গোকুল গ্রামের নিচে বিলে হিজলের গাছ তলায় আশ্রয় নেয়। সেখান থেকে তাদের ধরে এনে পুলিশে দেন। তবে নির্যাতন কারী এখনো অসুস্থ অবস্থায় রয়েছেন। এর আগে আগে রাতের আধারে হিন্দুপাড়াগ্রামের মৃত স্বপনের বাড়ি দখল নিতে শিল্প ও জলি বৈদ্যতিক মিটার ভাংচুরসহ বয়োজ্যেষ্ঠ স্বপনের প্রতিবন্ধী স্ত্রী ও ছেলে বউদের মারপিট করে। তাদেরকে মোটা টাকা দিয়ে ভাড়া করেন পৌর সদর এলাকার ভূমিদস্যু মাহফুজ। স্থানীয়রা জানান, শিল্পি ও তার মেয়ে জলি এবং গোকুল গ্রামের ডাগা ওরফে ছোট বাবু, বাদশাসহ কয়েক মিলে তারা গ্যাং তৈরি করেছেন। তারা হেরোইনসহ বিভিন্ন ধরনের মাথা হ্যাং করা ওষুধ বা সেবন করে নিয়োমিত চুরি ছিনতাই করে থাকে।

এমনকি পৌর সদর ঠাকুর পুকুর গ্রাম থেকে হেরোইন নেয় ও যারা নিতে আসে কিংবা ওইসব এলাকায় কাউকে একা পাওয়া মাত্রই ছিনতাই এবং মারপিট করে যা থাকে সব কেড়ে নেয়। তাদের এধরনের কাজে প্রতিবাদ করলে দুই মহিলাকে দিয়ে ব্ল্যাক মেল করে মোটা টাকা আদায় করে। তারা এতই ভয়ংকর হয়ে উঠেছে কল্পনাতীত। দিনের বেলায় হোটেলে কাজ করা সহ বিভিন্ন ভাবে টার্গেট করে চালাই ছিনতাই।

শুধু এখানেই শেষ না নারী লোভ দিয়েও আদায় করেন মোটা টাকা। শিল্পির বাড়ি তালন্দ ইউপির আড়াদিঘি গ্রামে। তারা পাইলট স্কুল সংলগ্ন পশ্চিমে মাটির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে। তাদের বড় গ্যাং রয়েছে। বিশেষ করে উড়তি বয়সের হেরোইন ও ইয়াবা সেবিদের নিয়ে গ্যাং তৈরি করেছে। এই গ্যাংদেরকে আইনের আওতায় না আনলে এলাকার পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে। থানার ওসি আব্দুর রহিম জানান, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.