সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৮ am
নিজস্ব প্রতিবেদক :
সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এবং অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র মঞ্চ, রাজশাহী জেলার সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরীর সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের পরিচালনায় সভায় বক্তব্য দেন- গণসংহতি আন্দোলনের রাজশাহী মহানগরের সম্পাদক নাদিম সিনা, জেএসডি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ পিকু, ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারকে অবৈধ দাবি করে সরকারের পদত্যাগ, অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের দাবি জানান। সভা শেষে জিরোপয়েন্ট থেকে সোনাদীঘি মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
রা/অ