বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৬:০৬ am

সংবাদ শিরোনাম ::
হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার হবে : নগর জামায়াত সেক্রেটারি ইমাজ নগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী সেই ‘ডন’ গ্রেপ্তার আড়ালে পাচার, নারী নিরাপত্তায় মনোযোগ দরকার : উদিসা ইসলাম সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিমি এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরেছে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন রাজশাহীতে সন্ত্রাসি কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ এবারের বিজয় দিবসের কনসার্টে মূল চমক বেবী নাজনীন মোহনপুরে ভুল সংবাদ প্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ভারতীয় বেডশিট ছুড়ে ফেললেন রিজভী, আগুন দিলেন নেতাকর্মীরা মোহনপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে লীজকৃত পুকুরে মাছ ধরার অভিযোগ নগরীতে ছাত্রলীগের নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা সিরাজগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু ধূসর ক্লিন সিটি রাজশাহী এখন ধূলই ক্ষতিকর বস্তুকণা উদ্বেগজনক নৌযানসহ ৭৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ বিতরণ উদ্বোধন রাবিতে পোষ্য কোটায় ভর্তি, প্রশাসনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা বৃদ্ধের সাথে যুবলীগ নেত্রীর বিয়ে, ফুলশয্যার আগেই টাকা নিয়ে উধাও তানোরে দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস পালিত নাচোলে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপিত
ভালো থেকো বাংলাদেশ: আন্দ্রে রাসেল

ভালো থেকো বাংলাদেশ: আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় বিশ্বখ্যাত ক্রিকেটার আন্দ্রে রাসেল বলেছেন, বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকা-কোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।

শনিবার নিজের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে আন্দ্রে রাসেল এসব কথা বলেন।

বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা।

কোকা-কোলার আমন্ত্রণে আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল এক ভিডিওবার্তায় জানান, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করে। তিনি নিজেও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হতে চান।

ভিডিওটির ক্যাপশনে #Happy50Bangladesh #CocaCola হ্যাশট্যাাগ দিয়েছেন এই জ্যামাইকান।
একই ভিডিও পোস্ট করা হয়েছে কোকা-কোলা বাংলাদেশের ফেসবুক পেজেও।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশের জন্য তাদের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। যার উদ্দেশ্য, সারা বিশ্বের মানুষকে বাংলাদেশের জন্য শুভেচ্ছাবার্তা পাঠাতে উৎসাহিত করা ও বাংলাদেশের সঙ্গে পৃথিবীর মেলবন্ধন তৈরি করা।

এ পর্যন্ত ৬০টির বেশি দেশ থেকে বিদেশি নাগরিকরা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের জন্য। #Happy50Bangladesh #CocaCola হ্যাশট্যাগের মাধ্যমে এসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার জনপ্রিয় ক্রিকেটার আন্দ্রে রাসেল এর এই প্রশংসাসূচকবার্তা ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনকে আরো বেশি বেগবান করবে।

ক্রিকেটার আন্দ্রে রাসেলের জন্ম ১৯৮৮ সালের ২৯ এপ্রিল। ডানহাতি এই অলরাউন্ডার লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে বিধ্বংসী সব ইনিংস খেলার জন্য সুপরিচিত। এছাড়া তিনি ফার্স্ট মিডিয়াম বল করে থাকেন। আন্দ্রে  রাসেল বেশ ভালো ফিল্ডারও।

এই পাওয়ার হিটার ২০১৫ ও ২০১৯ সালে আইপিএল এর  ‘মোস্ট ভ্যালুএবল প্লেয়ার’ নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি পান ম্যাক্সিমাম সিক্সেস অ্যাওয়ার্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে চার বলে চার উইকেট নেয়ার একমাত্র নজির এই আন্দ্রে রাসেল। ২০১৩ সালে ভারতের বিপক্ষে তিনি এই গৌরব অর্জন করেন। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৪০ বলে শতক হাঁকানোর রেকর্ড গড়েন আন্দ্রে রাসেল। সূত্র : যুগান্তর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.