সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌর এলাকার বুরুজ মহল্লায় স্থানীয় জনগণের রোপিত বিভিন্ন প্রজাতির দুই লক্ষাধিক টাকার গাছ অবৈধভাবে প্রভাবশালীরা কর্তন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে সম্প্রতি ১৩ জুলাই তানোর পৌরসভার বুরুজ মহল্লার বাসিন্দা মাদ্রাসা সুপার আসলাম উদ্দিন ও রহিদুল ইসলাম বাদী হয়ে একই মহল্লার ৮ জন নামধারী প্রভাবশালী বিবাদীর বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও মো. বিল্লাল হোসেন তানোর পৌর মেয়রকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু ইউএনও’র এমন নির্দেশনার ৬ দিনেও কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেননি মেয়র ইমরুল হক। ফলে জনস্বার্থে সরকারি গাছ কর্তনের বিরুদ্ধে ও রাস্তা সংরক্ষণের অভিযোগ করে চরম হতাশায় ভুগছেন সুপার আসলাম উদ্দিন ও রহিদুল ইসলাম। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদাসিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার অর্ন্তগত ৮ নম্বর ওয়ার্ডের বুরুজ নামক মৌজায় আরএস ৩৮০ নম্বর দাগে নিজেদের স্বার্থে সরকারি রাস্তার নকশার প্রকৃত স্থান পরিবর্তন করে অন্যপাশ দিয়ে ২০ ফিট রাস্তা নির্মাণ করা হয়। মূলত বুরুজ মহল্লার প্রভাবশালী বাসিন্দা সৈয়দ মিয়ার পুত্র সোহরাব মিয়া, সাবেক যুবলীগ নেতা ওহাব মিয়া, বুলবুল মিয়া, মুকুল মিয়া, জুয়েল মিয়া, আপেল মিয়া ছাড়াও কুড়্যানু ও আকচা বানিয়াপাড়া মহল্লার সার্ভেয়ার নাসির উদ্দিন ভাদুর যোগসাজসে অবৈধভাবে গাছগুলো কর্তন করা হয়।
এবিষয়ে অভিযুক্ত জুয়েল মিয়া বলেন, তারা বিভিন্ন প্রজাতির ৭টি গাছ কর্তন করেছেন। কর্তনকৃত গাছগুলো স্থানীয় জনগণের রোপিত তা ঠিক আছে। কিন্তু ওই গাছগুলো তাদের নিজস্ব জায়গায় ছিল। তাই গাছ কর্তন করা হয় বলে জানান জুয়েল মিয়া।
মাদ্রাসা সুপার আসলাম উদ্দিন মিয়া বলেন, ওই রাস্তার দু’পাশ দিয়ে মেহগুনি, ইউকালেক্টর ও তালগাছ ছিল। এসব গাছগুলো সরকারি রাস্তায় রোপন করেন তার পিতা ও স্থানীয় জনগণ। যার বাজার মুল্য বর্তমানে প্রায় দুই লক্ষাধিক টাকা। প্রভাবশালীরা বেআইনি ভাবে গাছগুলো কর্তন করেছেন। ফলে নিরুপাই হয়ে প্রতিকার চেয়ে তিনি ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউএনও স্যার তানোর পৌর মেয়রকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে অভিযোগ পত্রে লিখে দেন। কিন্তু ঘটনার ৬ দিনেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে আক্ষেপ করেন সুপার আসলাম উদ্দিন।
এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সরকারি মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। পরে ক্যান ইউ কল ব্যাক লেটার লিখে ম্যাসেজ দেন ইউএনও। কিন্তু পরে এ প্রতিবেদক আবারও ফোন দিলেও রিসিভ করেননি তিনি। এনিয়ে তানোর পৌরসভার মেয়র ইমরুল হকের মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। রা/অ