শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৮ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, নাচোল পৌরসভার ৭ নং ওয়ার্ডের মাস্টার পাড়া মহল্লার শ্রী রঞ্জনা রানীর বাড়ি সংলগ্ন তার নিজ দোকান ঘরে।
তিনি জানান, ১৪ জুলাই শুক্রবার প্রতিদিনের ন্যায় রাত ১০ টার দিকে দোকানের কাজ শেষে বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমায়। এ দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সকালে ঘুম থেকে উঠে দোকান ঘরে গেলে অগ্নিকাণ্ডে সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
শ্রী রঞ্জনা রানী অসচ্ছল পরিবারের একজন সদস্য। তার জীবন জীবিকা রুটি রুজির একমাত্র উপায় ছিল এই কাপড় দোকান সহ সেলাই মেশিন।
তিনি ব্যাংক থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে এ দোকান শুরু করেন। অগ্নিকান্ডের ঘটনায় তার দোকানের প্রায় ৫০ হাজার টাকার থান কাপড় ও ছেলেমেয়েদের তৈরি পোশাক, দুইটি সেলাই মেশিন, একটি বাইসাইকেল এবং একটি স্টিলের আলমিরা পুড়ে ভূষ্মীভূত হয়েছে।
১৫ জুলাই শনিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রঞ্জনা রানীর দোকান পরিদর্শন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ব্যবসায়ী তুষার সহ স্থানীয়রা । প্রাথমিকভাবে সকলের ধারণা এই অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে ঘটে থাকতে পারে। রা/অ